Babul Supriyo

Babul Supriyo: ‘আহা কী আনন্দ’ গাইতে ইচ্ছে করল বাবুলের, দিদির সঙ্গে দেখা করে নবান্ন থেকে বেরিয়েই

বাবুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তিনি বলেছেন আমি কাজের পূর্ণ স্বাধীনতা পাব। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা পালন করব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৯
Share:

ছবি: টুইটার

তৃণমূলের যোগ দেওয়ার পর সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজেই গাড়ি চালিয়ে এলেন নবান্নে, প্রায় আধঘণ্টা কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বেরিয়ে আসার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আজকের সাক্ষাতের পর কোনও গান মাথায় আসছে? বাবুল বললেন, ‘‘আহা কী আনন্দ আকাশে বাতাসে।’’

সোমবার দুপুরে মমতার সঙ্গে দেখা করতে আসেন বাবুল। বৈঠক শেষ করে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি এখানে কাজের পূর্ণ স্বাধীনতা পাব। এর পর দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বই পালন করব। তৃণমূলে যোগ দেওযার পর দিদির সঙ্গে প্রথমবার দেখা করে খুব ভাল লাগছে। তিনি আমার বাবাকে একটি বই উপহার দিয়েছেন, আমাকে উত্তরীয় উপহার দিয়েছেন। আগামী দিনে দল বলে দেবে, আমার কী দায়িত্ব হবে।’’

এর পরই সাংবাদিকরা প্রশ্ন করেন, বাবুল সুপ্রিয় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান গাইবেন? বাবুল বলেন, ‘‘নিশ্চয়ই গাইব।’’ তৃণমূলের হয়ে গান গাওয়ার কথাতেও তিনি রাজি আছেন বলেই সোমবার জানিয়েছেন বাবুল। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়া নিয়ে বিজেপি-র অনেকে কটাক্ষ করছেন বাবুলকে। তাই নিয়েও তিনি স্পষ্ট জানিয়েদেন, গত ৩ অগস্ট কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার কথা বলেছেন। আজ সেই কারণেই তিনি একাই গাড়ি চালিয়ে এসেছেন, নিরাপত্তার দায়িত্বে কেউ নেই। আগামী দিনেও তিনি এ ভাবেই পথ চলবেন। তৃণমূল যে দায়িত্ব তাঁকে দেবে, তা তিনি পালন করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement