Ayush Doctors

সরকারি ‘দাওয়াই’ দিতে পারবেন আয়ুষ চিকিৎসকেরা

আয়ুষ মন্ত্রকের ৬ মার্চের নির্দেশিকাকে বহাল রাখল আদালত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০২:৫৩
Share:

—ফাইল চিত্র।

করোনা-আক্রান্তদের চিকিৎসায় ‘ইমিউনিটি বুস্টার’ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকার নির্দেশিত ট্যাবলেট, মিক্সচার ইত্যাদি রোগীদের দিতে পারবেন আয়ুষ চিকিৎসক ও হোমিয়োপ্যাথেরা। মঙ্গলবার একটি মামলায় এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রায়ে আয়ুষ মন্ত্রকের ৬ মার্চের নির্দেশিকাকে বহাল রাখল আদালত। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ অবশ্য স্পষ্ট জানিয়েছে, ওই সব দাওয়াইকে করোনার ওষুধ হিসেবে প্রচার করতে পারবেন না আয়ুষ চিকিৎসকেরা।

Advertisement

এই রায়ের প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র রাজ্য সম্পাদক সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘যে কোনও পদ্ধতির ওষুধ খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোটা অন্যায় নয়। কিন্তু কখনও কেন্দ্রীয় মন্ত্রী একটি পাঁপড়ের নাম করে বলছেন করোনা সেরে যায়। কখনও আবার আয়ুষ দফতর কোনও প্রমাণ ছাড়াই বলছিল, একটি নির্দিষ্ট ওষুধ খেলেই করোনা নির্মূল হয়। তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ছিল। প্রমাণ ছাড়া কোনও একটা ওষুধ খেলে করোনা পুরো সেরে যায়, এটা বলা কেন্দ্রের স্বাস্থ্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের ঠিক নয়। সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদই মান্যতা পেল।’’

অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক মানস গুমটা অবশ্য বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশটা দেখতে হবে। হোমিয়োপ্যাথি, আর্য়ুবেদিক বা অন্য চিকিৎসা পদ্ধতিকে আমরা শত্রু মনে করি না। তবে দু’টির সংমিশ্রণ হাওয়া ঠিক নয় এটা বলতে পারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement