কেশপুরে বাজ পড়ে দম্পতি সহ তিন জনের মৃত্যু। —ফাইল ছবি
মাঠে কাজ করার সময় বাজ পড়ে এক কৃষক দম্পতি-সহ তিন জনের মৃত্যু হল। গুরুতর আহত ওই দম্পতির ছেলেও। তিনি স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাহারচক এলাকায় এই ঘটনা ঘটেছে। বাজ পড়ে আহত চার জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নিজেদের জমিতে ধান রোয়ার কাজ করছিলেন অদ্বৈত দাস (৫০) ও তাঁর স্ত্রী জবারানি দাস (৪১)। তাঁদের ছেলে সুকদেব দাস (২৬) পাওয়ার টিলার চালাচ্ছিলেন। পাশেই অন্য একটি জমিতে কাজ করছিলেন ফণীন্দ্রনাথ দে (৫৫) নামে অন্য এক চাষি। সেই সময় বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই বাজ পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার জন।
আশপাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা তাঁদের কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই দাস দম্পতি এবং ফণীন্দ্রনাথবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সুকদেববাবুকে কেশপুর গ্রামীণ হাসপাতাল থেকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুকদেববাবুর অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসা চলছে।
আরও পডু়ন: সোমনাথ চট্টোপাধ্যায় ভেন্টিলেশনেই, শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক
আরও পড়ুন: অমিত শাহের সভার পরই দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, আগুন