Covid 19

Covid 19: উপসর্গহীন রোগীদের বাড়িতে থাকার পরামর্শ, সব হাসপাতালকেও বিশেষ নির্দেশ নবান্নের

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যে সব প্রাতিষ্ঠানিক নিভৃতবাসের ব্যবস্থা চালু করা হয়েছিল, তার অন্তত ৫০ শতাংশ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১৮:০৯
Share:

সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

গত চার-পাঁচ দিনে করোনা সংক্রমণে লাগামছাড়া বৃদ্ধি নজরে রেখেই বিধিনিষেধ আরও কড়া করল রাজ্য সরকার। ট্রেন চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কোভিড রোগীদের চিকিৎসায় যাতে কোনও খামতি না থাকে, তার জন্য সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এ ছাড়াও কোভিড রোগীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।

রবিবার দুপুরে প্রকাশিত সরকারি নির্দেশিকায় সব হাসপাতালকে ব্যবস্থাপনা পর্যালোচনা করে দেখতে বলা হয়েছে। নবান্নের নির্দেশ, করোনার চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে, তা বিবেচনা করে দেখতে হবে। এমন পরিকাঠামো তৈরি করতে হবে যাতে জরুরি ভিত্তিতে যাঁদের চিকিৎসা দরকার, তাঁরা সেই সুবিধা পান। এ ছাড়াও উপসর্গহীন কোভিড রোগীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Advertisement

Advertisement

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় যে সব সরকারি ও বেসরকারি প্রাতিষ্ঠানিক নিভৃতবাসের ব্যবস্থা চালু করা হয়েছিল, তার অন্তত ৫০ শতাংশ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement