ICC Ranking

একে বুমরা, দুইয়ে যশস্বী, পার্‌থে ভাল খেলার সুফল পেলেন কোহলিও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল পারফরম্যান্সের সুফল পেলেন ভারতীয় ক্রিকেটারেরা। আইসিসির ক্রমতালিকায় এগোলেন বুমরা, যশস্বীরা। অপরাজিত শতরানের সুফল পেয়েছেন কোহলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৯
Share:

(বাঁ দিক থেকে) যশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। —ফাইল ছবি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশপ্রীত বুমরা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। পার্‌থে সেই পারফরম্যান্সের আরও একটি সুফল পেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলার সুফল পেয়েছেন যশস্বী জয়সওয়ালও।

Advertisement

প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বল হাতেও অস্ট্রেলীয় ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন বুমরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে একাই আয়োজকদের ইনিংসে ধস নামিয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর এই সাফল্য স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারদের ক্রমতালিকাতেও। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার জশ হেজ়লউডকে টপকে আবার শীর্ষে চলে এলেন বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রাবাডার সংগ্রহ ৮৭২ রেটিং পয়েন্ট। ক্রমতালিকায় তৃতীয় স্থানে নেমে যাওয়া হেজ়লউডের রেটিং পয়েন্ট ৮৬০।

পার্‌থ টেস্টে না খেলেও টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য। তাঁর রেটিং পয়েন্ট ৮০১। বুমরা এবং অশ্বিন ছাড়াও টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আর এক ভারতীয়। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৪।

Advertisement

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ক্রিকেটজীবনের সেরা জায়গায় উঠে এসেছেন যশস্বী। দু’ধাপ এগিয়ে ২২ বছরের ওপেনার এখন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর সংগ্রহ ৯০৩ রেটিং পয়েন্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ঋষভ পন্থও। ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে পন্থ। পার্‌থে শতরানের মূল্য পেয়েছেন কোহলিও। অপরাজিত ১০০ রানের ইনিংস তাঁকে ক্রমতালিকায় ন’ধাপ এগিয়ে দিয়েছে। ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি এখন ১৩ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম দু’টি স্থান আগের মতোই রবীন্দ্র জাডেজা এবং অশ্বিনের দখলে। এক ধাপ এগিয়ে সাত নম্বরে রয়েছেন অক্ষর পটেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement