Son of Sardar Director Son

বন্ধুদের সঙ্গে বেরিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু হল ‘সন অফ সর্দার’ পরিচালকের ছেলের

মাত্র ১৮ বছর বয়সে মৃত্যু হল ‘সন অফ সর্দার’ ছবির পরিচালক অশ্বিনীর ছেলে জলজ ধীরের। কী কারণে অকালে প্রাণ গেল তরুণের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৭:০৮
Share:

মাত্র ১৮ বছরে মৃত্যু হল পরিচালক অশ্বিনী ধীরের পুত্র জলজের। ছবি: সংগৃহীত।

‘অতিথি তুম কব জাওগে’ বা ‘সন অফ সর্দার’-এর মতো ছবি রয়েছে পরিচালক অশ্বিনী ধীরের ঝুলিতে। কিন্তু ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয় নেমে এসেছে। মুম্বইয়ে এক দুর্ঘটনায় সন্তানহারা হলেন পরিচালক। জানা গিয়েছে, মাত্র ১৮ বছর বয়সে মৃত্যু হয়েছে অশ্বিনীর ছেলে জলজ ধীরের।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই মুম্বইয়ের ভিল পার্লের কাছে দুর্ঘটনার কবলে পড়েন জলজ ও তাঁর বন্ধুরা। গাড়িটি চালাচ্ছিলেন সাহিল মেন্ধা, সঙ্গে ছিলেন আরও দুই তরুণ। দুর্ঘটনার ঠিক আগে গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ১২০-১৫০ কিলোমিটার। গাড়িটি ভিলে পার্লের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ডিভাইডারে। ঘটনার পরই সাহিলকে গ্রেফতার করে ভিলে পার্লে পুলিশ। তাঁদের আর এক বন্ধু জেদান জিমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পূর্ব গোরেগাঁও থাকতেন পরিচালকের ছেলে জলজ। ২২ নভেম্বর রাতে তাঁর বাড়িতে জড়ো হন চার বন্ধু। রাত সাড়ে ৩টে পর্যন্ত ভিডিয়ো গেম খেলেন তাঁরা। তার পরে বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। প্রথমে বান্দ্রায় যান। সেখানে রেস্তরাঁ থেকে খাবার কিনে ফিরে যাচ্ছিলেন পূর্ব গোরেগাঁওয়ের দিকে।

Advertisement

জানা গিয়েছে, ভিলে পার্লের সাহারা স্টার হোটেলের কাছে পৌঁছে সাহিল বিভ্রান্ত হয়ে পড়েন, তাঁর সার্ভিস রোড ধরা উচিত না কি উড়ালপুল! এই বিভ্রান্তিতেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস রোড ও সেতুর মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা মারেন। সাহিল এবং জিমি সামান্য আহত হলেও, পিছনের সিটে বসে থাকা জলজ এবং সার্থক গুরুতর ভাবে জখম হন। জিমি জেদান, দুই জন পথচারীর সাহায্যে জলজকে যোগেশ্বরী ইস্টের ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement