বিধানসভা ভবন।
চলতি মাসেই ফের বসছে বিধানসভার অধিবেশন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, অধিবেশন শুরু হতে পারে আগামী ২৬ অগস্ট। বিধানসভা সূত্রের খবর, অধিবেশন চলতে পারে সপ্তাহদুয়েক। বেশ কয়েকটি বিল পাশ করানোর জন্যই এই অধিবেশন ডাকা হচ্ছে বলে শাসক শিবির সূত্রের ইঙ্গিত। তবে বিলের খবর এখনও পর্যন্ত সরকারি ভাবে বিধানসভার সচিবালয়ে পৌঁছয়নি। বর্ধিত বাজেট অধিবেশন শেষ হয়েছিল ১১ জুলাই। স্বরাষ্ট্র, সংখ্যালঘু উন্নয়ন বা ভূমি ও ভূমি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দফতরের বাজেট আলোচনা ছাড়াই গিলোটিনে তুলে দেওয়ায় তখন প্রতিবাদে সরব হয়েছিল বিরোধীরা। বিধানসভার অধিবেশনের দিন বছরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছচ্ছে না বলে প্রায়শই বিতর্ক হয়। তবে বারেবারে বিক্ষিপ্ত ভাবে অধিবেশন বসানো নিয়ে প্রশ্ন আছে বিরোধীদের। এ বারের বাদল অধিবেশনে জোট বেঁধেই বিরোধিতার প্রস্তুতি নিচ্ছে বাম ও কংগ্রেস পরিষদীয় দল।