নোবেলজয়ী অভিজিৎকে নিয়ে কথা বিধানসভায়

দু’দিনের বিশেষ অধিবেশন শেষ হওয়ার পরে আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার সাধারণ অধিবেশন। শোকপ্রস্তাবের পরে আজ অবশ্য প্রথামাফিক অধিবেশন মুলতুবি হয়ে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০১:৫০
Share:

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভার চলতি অধিবেশনে আলোচনা হবে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বকে অভিবাদন জানিয়ে। পাশাপাশিই আলোচনায় আসবে ডেঙ্গির প্রাদুর্ভাবের জেরে উদ্ভূত সঙ্কট নিয়ে।

Advertisement

দু’দিনের বিশেষ অধিবেশন শেষ হওয়ার পরে আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে বিধানসভার সাধারণ অধিবেশন। শোকপ্রস্তাবের পরে আজ অবশ্য প্রথামাফিক অধিবেশন মুলতুবি হয়ে যাবে। সরকারি সূত্রের খবর, শিক্ষা-সহ কয়েকটি দফতরের বিল আসার কথা এই অধিবেশনে। কিন্তু বৃহস্পতিবার কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠকের সময় পর্যন্ত কোনও বিল বিধানসভায় পৌঁছয়নি। তাই আগামী সোম ও মঙ্গলবার বিধানসভার কার্যসূচিতে কোনও বিল রাখা হয়নি। ঠিক হয়েছে, নোবেলজয়ী অভিজিৎবাবুকে নিয়ে আলোচনার জন্য সোমবার প্রস্তাব আনবে সরকার পক্ষ। পরের দিন আলোচনা হবে ডেঙ্গি নিয়ে। বিরোধী বাম ও কংগ্রেসও ডেঙ্গি নিয়ে সরকারের বক্তব্য জানতে চায়। প্রয়োজনে মুলতুবি প্রস্তাব আনার কথা তারা ভেবে রেখেছে। তবে বিশেষ অধিবেশনে বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে ‘অসম্মান’ করার অভিযোগে এ দিন বি এ কমিটির বৈঠক বয়কট করেছিলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement