Death

বিধানসভায় মৃত্যু কর্মীর

বিধানসভার চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তখন আর কিছু করার ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ০৯:৪১
Share:

বিধানসভার লবিতে কথা বলতে বলতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। প্রতীকী ছবি।

হৃদ‌্‌রোগে মৃত্যু হল বিধানসভার কর্মী জাহাঙ্গির হোসেনের (৪৬)। বিধানসভার লবিতে বৃহস্পতিবার কথা বলতে বলতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসার সময় কার্যত মেলেনি। বিধানসভার চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তখন আর কিছু করার ছিল না। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বাসিন্দা জাহাঙ্গির দীর্ঘ দিন বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলের দফতরের সঙ্গে যুক্ত ছিলেন, এখন কর্মরত ছিলেন ডেসপ্যাচ বিভাগে। হাসপাতাল থেকে আবার বিধানসভায় এনে এ দিন বিকালে তাঁর মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন জাহাঙ্গিরের সহকর্মীরা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কান্দির তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকার প্রমুখ। আচমকা মৃত্যুর সংবাদ পেয়ে বিধানসভায় এসেছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement