দাবি আদায়ে শহরে অশোকের ধর্না ১ মার্চ

বাম পরিচালিত পুরবোর্ডের বকেয়া পাওনা আদায়ের দাবিতে আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৭
Share:

অশোক ভট্টাচার্য। —ফাইল চিত্র।

বাম পরিচালিত পুরবোর্ডের বকেয়া পাওনা আদায়ের দাবিতে আগামী ১ মার্চ কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

Advertisement

ধর্নার ওই কর্মসূচির কথা জানিয়ে শুক্রবার অশোকবাবু চিঠি পাঠিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার-সহ প্রশাসনিক কর্তাদের। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ও অসাংবিধানিক আচরণের যে অভিযোগ রাজ্য সরকার করছে, তা করতেই পারে। কিন্তু সেই রাজ্য সরকার নির্বাচিত একটি পুরবোর্ডের সঙ্গে কী আচরণ করছে?’’

পুরমন্ত্রীর কাছে একাধিক বার দাবিদাওয়া নিয়ে দরবার করেছেন অশোকবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে সময় দিয়ে দাবির কথা শুনেছিলেন। তার পরেও কোনও কাজ না হওয়ায় ধর্নার সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএম বিধায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement