arvind kejriwal

Arvind Kejriwal : বাড়িতে হামলা, কেজরীর তিরে বিদ্ধ বিজেপি

আপ নেতা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীকে খুন করার উদ্দেশ্য নিয়েই হামলা চালিয়েছে বিজেপি

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ০৭:৫২
Share:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ফাইল চিত্র।

দেশের ‘সর্ববৃহৎ রাজনৈতিক দল’ বিজেপির কর্মীদের কাছে গুন্ডাগর্দি ছাড়ার আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, “বিজেপি কর্মীরা এই জিনিস চালাতে থাকলে দেশের যুবশক্তি সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে।” কেজরীর দল আম আদমি পার্টি (আপ)-এর এক বিধায়ক আবার এই হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ঘটনার তদন্তে সিট গঠনের আর্জি জানিয়ে হাই কোর্টের শরণাপন্ন হয়েছেন।

Advertisement

‘কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র প্রসঙ্গে কেজরীর মন্তব্যের প্রতিবাদ জানাতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময়ে এক দল বিজেপি কর্মী বুধবার মুখ্যমন্ত্রীর বাসভবনে চড়াও হয়। বাড়ির সিসিটিভি এবং নিরাপত্তার জন্য রাখা ব্যারিকেড ভেঙে দেন বিজেপির কর্মীরা। দেওয়ালে গেরুয়া রং ঢেলে দেওয়া হয়। একাধিক লোক মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে অনায়াসে মুখ্যমন্ত্রীর বাড়ির ফটক টপকানোর চেষ্টা করে। আপ-এর বিধায়ক সৌরভ ভরদ্বাজ হাই কোর্টে তাঁর আবেদনে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ ঠুঁটো হয়ে থাকার কারণেই বিজেপির কর্মীরা গাড়ি করে মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যথেচ্ছ গুন্ডামি করার সুযোগ পেয়েছে। এ জন্যই বিষয়টিকে তাঁরা পরিকল্পিত বলছেন। পুলিশ অবশ্য এ দিন সিসিটিভি ফুটেজ দেখে ৮ জনকে আটক করার কথা জানিয়েছে। বাকি হামলাকারীদের খুঁজে বার করতে ৪টি দল তৈরি করার কথা জানিয়েছে।

বুধবারই আপ নেতা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীকে খুন করার উদ্দেশ্য নিয়েই হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা। এ দিন দিল্লিতে এক অনুষ্ঠানে হাজির থেকে কাল তাঁর বাড়িতে হামলার জন্য বিজেপিকে তুলোধোনা করেন কেজরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement