Arup Biswas

Arup Biswas: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কো-অর্ডিনেটর পদে ফিরলেন অরূপ, সঙ্গে আরও দুই জেলা

দক্ষিণ ২৪ পরগনায় অরূপ বিশ্বাসের সঙ্গে দায়িত্বে থাকছেন কুণাল ঘোষ, শওকত মোল্লা এবং ওই জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫২
Share:

ফাইল ছবি

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল। দক্ষিণ ২৪ পরগনায় সমন্বয়ের দায়িত্বে ফিরিয়ে আনা হল মন্ত্রী অরূপ বিশ্বাসকে। একই সঙ্গে তাঁকে পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়ির সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনায় অরূপ বিশ্বাসের সঙ্গে দায়িত্বে থাকছেন কুণাল ঘোষ, শওকত মোল্লা এবং ওই জেলার সভাপতি শুভাশিস চক্রবর্তী। জলপাইগুড়িতে অরূপের সঙ্গে সমন্বয়কারী হিসাবে দায়িত্বে থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। বুধবারই দক্ষিণ ২৪ পরগনার সমন্বয়কারীর দায়িত্ব থেকে অরূপকে সরিয়ে দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে সেই দায়িত্বে অরূপকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তৃণমূলের এক নেতা বলেন, ‘‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে।’’

অরূপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি দলনেত্রীর নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়াচ্ছেন। এর পরেই বুধবার তাঁকে দক্ষিণ ২৪ পরগার দায়িত্ব থেকে সরিয়ে দেন শীর্ষ নেতৃত্ব। রাত পোহাতে ফের মন্ত্রীকে ওই দায়িত্বে ফিরিয়ে আনা হল। সঙ্গে আরও দু’টি জেলার দায়িত্ব দেওয়া হল অরূপকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement