Netaji Open University

নদিয়ায় কলেজে পড়ত ধৃত জঙ্গি আতিউর

ই বছর আগে সে ‘নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়’-এর প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। তার ‘স্টাডি সেন্টার’ ছিল নদিয়ার করিমপুর পান্নাদেবী কলেজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০৪:২২
Share:

প্রতীকী ছবি।

আল কায়দার হয়ে নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে ধৃত ছ’ জনের মধ্যে এক জনের পড়াশোনার সূত্রে পার্শ্ববর্তী জেলা নদিয়ার সঙ্গে যোগ ছিল বলে জানা গিয়েছে। আতিউর রহমান নামে ওই তরুণ জলঙ্গি ঘোষপাড়ার বাসিন্দা। দুই বছর আগে সে ‘নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়’-এর প্রথম বর্ষে ভর্তি হয়েছিল। তার ‘স্টাডি সেন্টার’ ছিল নদিয়ার করিমপুর পান্নাদেবী কলেজ। ওই কলেজ সূত্রে জানা গিয়েছে, ২০১৮-র জুনে সে ভর্তি হয়েছিল। সপ্তাহের শনিবার ও রবিবার সেখানে ক্লাস হত। কিন্তু আতিউরের উপস্থিতির হার ছিল অত্যন্ত কম। ফলে সহপাঠী, অধ্যাপক বা কলেজের অন্য কোনও কর্মী মুখটাও ভাল ভাবে মনে করতে পারছেন না। প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে গেলে নাম নবীকরণ করতে হয়। আতিউর গত বছর সেই নবীকরণ করায়নি এবং দ্বিতীয় বর্ষের পড়াশোনা চালায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement