ফাইল চিত্র।
দলবদলের জল্পনা উস্কে ফের এক বার দলের বিরুদ্ধে তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিংহ।
বেশ কিছু দিন ধরে বিজেপিতে বেসুরো অর্জুন সিংহ। এমনকি, পাটজাত পণ্যের ঊর্ধ্বমূল্য নিয়ে মোদী সরকারের বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতিকে। অর্জুনের ক্ষোভ দমন করতে রীতিমতো কালঘাম ছুটেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। শেষ পর্যন্ত ঊর্ধ্বসীমা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মোদী সরকার। একই সঙ্গে আসরে নেমেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। দিল্লিতে গত সোমবার অর্জুনের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন তিনি। তার আগেই দলের সংগঠন নিয়ে কার্যত অনাস্থা প্রকাশ করেছিলেন তিনি। এ বার দেখা যাচ্ছে, দাবি মেনে দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার, নড্ডার বৈঠকের পরেও অর্জুনের ক্ষোভ কমার কোনও লক্ষণ নেই। ব্যারাকপুরের সাংসদ শুক্রবার ফের বলেছেন, ‘‘এই বাংলায় বিজেপি দলে যাঁরা কাজ করতে পারেন, তাঁদের কোনও পদ নেই। বিভিন্ন জেলায় সংগঠনের এই অবস্থার জন্য প্রতিদিন পদাধিকারীরা পদত্যাগ করছেন। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে দলের মধ্যে বিস্ফোরণ হবে।’’ সংগঠনের বিষয়টি নড্ডাকে জানিয়েছেন অর্জুন।
ফের এক বার দলবদলের জল্পনা উস্কে এ দিন অর্জুন বলেন, ‘‘রাজনীতিতে ফাইনাল বলে কিছু হয় না!” রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘‘উনি দলবদল করবেন বলে কোনও ইঙ্গিত কোথাও দিয়েছেন বলে আমার জানা নেই। উনি বিজেপিতেই আছেন।’’