সৌম্যজিৎ মান্না। ছবি: মোহন দাস।
সম্প্রতি শেষ হওয়া জাতীয় মহাকাশ অলিম্পিয়াডের প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিয়েছে হুগলির আরামবাগ বয়েজ হাইস্কুলের ছাত্র সৌম্যজিৎ মান্না। প্রথম কুড়ির মধ্যে সেই এই রাজ্যের একমাত্র প্রতিনিধি।
সদ্য মাধ্যমিক উত্তীর্ণ সৌম্যজিতের পরিবার জানান, গত ২৪ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বেঙ্গালুরুতে প্রতিযোগিতাটির চুড়ান্ত পর্যায় হয়। যৌথ আয়োজক ছিল হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন এবং টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ।
সৌম্যজিতের ইচ্ছে, মহাকাশ বিজ্ঞানী হওয়ায়। এ বারের মাধ্যমিকে সে ৬৭৪ নম্বর পেয়েছে। আরামবাগ বয়েজ হাইস্কুলে সেটিই সর্বোচ্চ নম্বর। সৌম্যজিৎ জানায়, পরীক্ষায় জ্যোতির্বিদ্যা, মহাকাশবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান নিয়ে তাত্ত্বিক, বিশ্লেষণমূলক ও পর্যবেক্ষণমূলক প্রশ্ন ছিল। তার কথায়, ‘‘স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আমার প্রস্তুতিতে সহযোগিতা করেছেন।’’
সৌম্যজিতের বাবা লালবাহাদুর মান্না পেশায় অঙ্কের শিক্ষক। মা মৌসুমি মান্না গৃহবধূ। তাঁরাও ছেলের কৃতিত্বের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকার অবদানের কথা বলেছেন। আরামবাগ বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অশোককুমার বৈরাগী বলেন, “সৌম্যজিৎ আমাদের স্কুলের গর্ব। তার কৌতূহল আমাদের মুগ্ধ করে।”