একই দিনে দুই পরীক্ষা

দু’টি পরীক্ষার জন্য আলাদা ফি দেওয়া সত্ত্বেও তাঁরা ‘বঞ্চনা’র শিকার বলে অভিযোগ করেছে ‘পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:১৭
Share:

প্রতীকী ছবি।

একই দিনে দু’টি সরকারি চাকরির পরীক্ষার দিন পড়ায় বিপাকে পড়েছেন আবেদনকারীরা। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর। অনেকে দু’টি পদেই আবেদন করেছেন। কিন্তু একই দিনে পরীক্ষার দিন পড়ায় যে কোনও একটির সুযোগ হারাতে হবে তাঁদের। দু’টি পরীক্ষার জন্য আলাদা ফি দেওয়া সত্ত্বেও তাঁরা ‘বঞ্চনা’র শিকার বলে অভিযোগ করেছে ‘পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ’। আলাদা দিনে দু’টি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ওই মঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement