প্রতীকী ছবি।
করোনা মোকাবিলায় কোভিড ভলান্টিয়ারদেরও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য প্রশাসন। অতিমারি পরিস্থিতিতে বামপন্থী বিভিন্ন দলের ছাত্র-যুবেরা কেউ রেড ভলান্টিয়ার্স, কেউ কোভিড ভলান্টিয়ার্স নামে কাজ করছেন। কিন্তু কার্যক্ষেত্রে এখনও তাঁদের জন্য টিকা মিলছে না। রেড ভলান্টিয়ারদের দ্রুত টিকাকরণের ব্যবস্থার জন্য আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের দুই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সায়নদীপ মিত্র। চিঠির বক্তব্যের সুরেই সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরাও মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন ভলান্টিয়ারদের করোনা টিকার ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য। তবে পর্যাপ্ত টিকা যে রাজ্যের হাতে এসে পৌঁছচ্ছে না, সে ব্যাপারেও বাম নেতৃত্ব একমত। তাঁদের বক্তব্য, প্রথম থেকে রেড ভলান্টিয়ার্স-সহ সব স্বেচ্ছাসেবক একেবারে সামনের সারিতে থেকে ঝুঁকি নিয়ে করোনা-যোদ্ধা হিসেবেই কাজ করছেন। সরকারের কাছে গণ-টিকাকরণের দাবিও ফের উল্লেখ করেছেন বাম নেতৃত্ব।