প্রতীকী ছবি।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুল্যান্স চালক, পুলিশ-সহ সামনের সারির করোনা-যোদ্ধা হিসাবে কাজ করতে গিয়ে যাঁরা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের পরিবারের এক জনকে চাকরি বা কর্মক্ষম নন, এমন সদস্যদের আর্থিক সহায়তার ব্যবস্থা করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ চিঠিতে দাবি জানিয়েছেন, করোনা-যোদ্ধা আশা কর্মী ও অন্যান্য ‘স্কিম ওয়ার্কার’দের জন্য এককালীন ভাতা এবং করোনাজনিত মৃত্যুর ফলে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হোক। অন্য দিকে, কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি আজ, শনিবার সম্পূর্ণ ক্রান্তি দিবস ও কাল, রবিবার শহিদ দিবস পালনের ডাক দিয়েছে। সমন্বয় কমিটির তরফে অমল হালদার, কার্তিক পালদের দাবি, দুর্যোগের ত্রাণ বিলি ব্যবস্থা আমলা-নির্ভর না করে নির্বাচিত পঞ্চায়েতের মাধ্যমে করতে হবে এবং সুন্দরবন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।