প্রতীকী ছবি।
রাজ্যের আদালতগুলিতে কোভিড-বিধি মেনে কাজ স্বাভাবিক করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল আইনজীবীদের সংগঠন 'ল-ইয়ার্স ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস'। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে করোনায় মৃত আইনজীবীদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, করোনা কালীন সময়ে আইনজীবীদের ১০ হাজার টাকা এবং ল ক্লার্কদের ৮ হাজার টাকা মাসিক অনুদান এবং আইনজীবীদের ৩ বছরের জন্য বিনা সুদে ২ লক্ষ টাকার ঋণ দেওয়ার দাবি জানানো হয়েছে। আইনজীবী, ল-ক্লার্ক এবং তাদের পরিবারের সবাইকে দ্রুত ও বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ারও আবেদন জানানো হয়েছে। চিঠিতে সংগঠনের আহ্বায়ক দিবাকর ভট্টাচার্য বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার ক্ষেত্রে খরচ বেঁধে দেওয়ার জন্য রাজ্যতে তৎপর হতেও অনুরোধ জানিয়েছেন।