Homeopathy

হোমিয়ো-আর্জি

বেশ কিছু হোমিয়োপ্যাথি চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। নানা মাধ্যমেই ওই চিকিৎসকেরা তাঁদের বক্তব্য জানাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৩:৪৯
Share:

প্রতীকী ছবি।

করোনা-যুদ্ধে সৈনিক হিসেবে লড়তে প্রস্তুত বহু হোমিয়োপ্যাথি চিকিৎসক। করোনা মোকাবিলায় তাঁদের সহায়তা কাজে লাগানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আর্জি জানালেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘বেশ কিছু হোমিয়োপ্যাথি চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। নানা মাধ্যমেই ওই চিকিৎসকেরা তাঁদের বক্তব্য জানাচ্ছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন, এই সঙ্কটের সময়ে অতিমারি মোকাবিলায় ওই চিকিৎসকদেরও কাজে লাগানো হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement