App Cab

অ্যাপ ক্যাব নিয়ে পরিবহণ অভিযান

ইউনিয়নের প্রতিনিধিদল পরিবহণ ভবনে গিয়ে পরিবহণ সচিবের সঙ্গে কথা বলে। প্রতিটি সমস্যার বিষয়েই সরকারের পক্ষে যা করণীয়, তা করা হবে বলে সচিব আশ্বাস দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:৪১
Share:

অ্যাপ ক্যাব চালক ইউনিয়নের পরিবহন ভবন অভিযান। নিজস্ব চিত্র।

লকডাউনের সময়ে রোডট্যাক্সে ছাড়, সি এফ-এর ফাইন মকুব, ইএমআই-এর সময়সীমা শিথিল করা, কোম্পানির কমিশন কমানো এবং পুলিশি হয়রানি বন্ধের মতো একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে পরিবহণ ভবন অভিযান করল ‘কলকাতা ওলা উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন’। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া সিটুর এই সংগঠনের মিছিল অবশ্য বেন্টিঙ্ক স্ট্রিটে আটকে দেয় পুলিশ। ইউনিয়নের প্রতিনিধিদল পরিবহণ ভবনে গিয়ে পরিবহণ সচিবের সঙ্গে কথা বলে। প্রতিটি সমস্যার বিষয়েই সরকারের পক্ষে যা করণীয়, তা করা হবে বলে সচিব আশ্বাস দিয়েছেন। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক মহম্মদ মনু, মানস চৌধুরী, মহম্মদ আজমেরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবিপূরণ না হলে পরে বৃহত্তর আন্দোলন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement