অ্যাপ-ক্যাব চালককে মারধরের প্রতিবাদ

তিবাদ মিছিলের পরে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের আধিকারিকেরা আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত অফিসারকে চিহ্নিত করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ০২:০৩
Share:

পুলিশি নিগ্রহের প্রতিবাদে মিছিল ওলা-উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের।—নিজস্ব চিত্র।

রাস্তায় অ্যাপ-ক্যাবের চালককে পুলিশি নিগ্রহের প্রতিবাদে মিছিল করে হেয়ার স্ট্রিট থানা ঘেরাও করল কলকাতা ওলা-উব্‌র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন। সিটুর অনুমোদিত ওই সংগঠনের অভিযোগ, আকাশবাণী ভবনের সামনে একটি অ্যাপ-ক্যাবের চালক রাহুল শর্মাকে কলকাতা পুলিশের এক সার্জেন্ট মারধর করায় তাঁকে বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। গত তিন দিন তিনি কাজে বেরোতে পারছেন না। প্রতিবাদ মিছিলের পরে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের আধিকারিকেরা আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত অফিসারকে চিহ্নিত করে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে। ওই চালকের চিকিসার খরচের বন্দোবস্ত পুলিশই করবে। ইউনিয়ন জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও আন্দোলনে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement