থানায় যাচ্ছি বলতেই বিল কমে অর্ধেক

হাসপাতাল বেশি টাকার বিল করছে মনে হলেই রোগীর আত্মীয়রা সোজা চলে যাচ্ছেন থানায়। আর তাতেই ম্যাজিকের মতো কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:২৪
Share:

হাসপাতাল বেশি টাকার বিল করছে মনে হলেই রোগীর আত্মীয়রা সোজা চলে যাচ্ছেন থানায়। আর তাতেই ম্যাজিকের মতো কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে।

Advertisement

যেমন হল হাওড়ার মৌড়িগ্রামের স্বপন দাসের বেলায়। আর এ বারও অভিযুক্ত হাসপাতালটি সেই অ্যাপোলো।

পুলিশ জানায়, জন্ডিসে আক্রান্ত স্বপনবাবু ১২ দিন ভর্তি ছিলেন বাইপাসের ধারের ওই হাসপাতালে। আজ, মঙ্গলবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা। সেটা জেনেই বিলের ব্যাপারে খোঁজখবর শুরু করে স্বপনবাবুর পরিবার। দেখা যায়, বিল হয়েছে পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা।

Advertisement

স্বপনবাবুর পরিবার হাসপাতালকে বিল কমাতে অনুরোধ করলেও তাতে কাজ না হওয়ায় রবিবার তাঁরা সোজা চলে যান ফুলবাগান থানায়। থানা থেকে হাসপাতালে ফোন যায়। রোগীর আত্মীয়দের যেতে বলা হয় হাসপাতালে।

স্বপনবাবুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন, বিলের অঙ্ক এক ধাক্কায় নেমে গিয়েছে দু’লক্ষ আঠাশ হাজারে। ওই রোগীর আত্মীয়দের প্রশ্ন, তা হলে হাসপাতাল কি বেশি বিল করেছিল? হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয় বসুর মন্তব্য, ‘‘আমরা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এর বেশি কোনও মন্তব্য করব না।’’

রোগীর আত্মীয়রা জানান, আগাম এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তাঁরা জমা দিয়েছিলেন ভর্তির দিন কয়েকের মধ্যেই। স্বপনবাবুর স্ত্রী বাসন্তীদেবীর কথায়, ‘‘আমার স্বামী পেশায় ছোট ব্যবসায়ী। তাই পাঁচ লক্ষ টাকার উপরে বিল হয়েছে শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে।’’ স্বপনবাবুর বন্ধু রাহুল ঘোষ বলেন, ‘‘অনেকের সঙ্গে কথা কথা বলে আমাদের মনে হয়েছিল, বিলের পরিমাণ খুব বেশি হলে দু-আড়াই লক্ষ টাকা হবে। সেই টাকা ধারদেনা করে জোগাড় করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এত বেশি বিল হবে কেউ ভাবিনি।’’

রাহুলবাবুর দাবি, তাঁরা রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিল কমানোর অনুরোধ করেন। কিন্তু বিল কমানো হবে কি না, সেই ব্যাপারে তাঁদের কিছু জানানো হচ্ছে না দেখে ওই দিন সন্ধ্যায় তাঁরা ফুলবাগান থানায় যোগাযোগ করেন। কাজ হয় তাতেই।

বাসন্তীদেবী ও রাহুলবাবুর দাবি, রবিবার যাঁরা বিল কমানোর অনুরোধেও রা কাড়েননি, তাঁরাই এ দিন রোগীর আত্মীয়দের ‘সরাসরি’ থানায় যাওয়া নিয়ে আক্ষেপ করেছেন। আজ, মঙ্গলবারই স্বপনবাবুকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন বাসন্তীদেবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement