ছবি: টুইটারের সৌজন্যে।
লোকসভা ভোটের পর থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়ায় ঘুরে গেলেন বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার ওই দলে ছিলেন অর্পণা সেন, কৌশিক সেন, চন্দন সেন প্রমুখ। কাঁকিনাড়ার টিনা গোডাউনে ২০ মে দুষ্কৃতীদের গুলিতে নিহত রাজেশ সাউয়ের বাড়িতে যান তাঁরা। পরে যান পাশের দরমা এলাকায়। বাসিন্দারা জানান, অনেকের ঘরবাড়ি লুট হয়েছে। সকলেই সন্ত্রস্ত। গুলিতে নিহত রামবাবু সাউ এবং ধর্মবীর সাউয়ের পরিবারের সঙ্গেও দেখা করেন অপর্ণারা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাকে স্মারকলিপি দেন। শান্তি ফেরানো এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অপর্ণা বলেন, ‘‘তৃণমূল-বিজেপির মধ্যে দখলদারির লড়াই চলছে এখানে। শান্তি বিঘ্নিত হচ্ছে।’’
এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন বলে জানান অপর্ণা। বিষয়টি তাঁরা রাজ্যপালকেও জানাবেন বলে জানান কৌশিক। বিজেপি নেতা মুকুল রায়ের কথায়, ‘‘বিশিষ্টজনেরা সমাজে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁরা ভাটপাড়া গিয়েছিলেন। ভাল কথা। তবে সন্দেশখালি, জয়পুের গিয়েও দেখুন কী ভাবে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।