অপরাজিতা আঢ্য।
শান্তশিষ্ট নিরীহ, খানিক ভীতু আপন খেয়ালে সামনে এগিয়ে যায় সে। বিপদ বুঝেই মাথা ঢুকিয়ে নেয় খোলসের মধ্যে। খোলসের বাইরের জগত আর ভিতরের জগত তার কাছে ভিন্ন হলেও সুন্দর। সে শামুক— আর তাকে নিয়েই অপরাজিতা আঢ্য বানিয়ে ফেলেছেন আস্ত একটি শর্টফিল্ম।
লকডাউনে ঘরবন্দি সকলেই হাঁপিয়ে উঠেছে। বাইরে বেরোনোর জন্য মন আনচান। সবচেয়ে সমস্যায় পড়েছে বাচ্চা এবং টিনএজাররা। স্কুল নেই, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, আড্ডা নেই— বাড়িতে মন টিকছে না তাঁদের। হয়ে যাচ্ছে খিটখিটে, বিরক্ত।
এমনই এক মা-মেয়ের গল্প নিয়ে অপরাজিতার ভাবনায় বানানো প্রথম শর্টফিল্ম ‘শামুক’। মেয়ের চরিত্রে রয়েছেন প্রিয়ঙ্কা ভট্টাচার্য এবং মা’র চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা নিজেই।
আরও পড়ুন- করোনার ছোঁয়ায় দীপিকা-প্রিয়ঙ্কাদের টপকে টপে চলে গেলেন কণিকা
দেখুন সেই শর্টফিল্ম
বন্দিদশায় মেয়ে যখন বিরক্ত, তখন ‘মা’ অপরাজিতা কী ভাবে তাঁকে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সহজপাঠ শেখালেন তা নিয়েই এই ছবি।
আরও পড়ুন- প্রয়াত ইরফান খানের মা, লকডাউনের জেরে শেষ দেখা হল না মা-ছেলের