Anubrata Mondal

আসানসোলের জেলে আরও ১৪ দিন থাকতে হবে অনুব্রতকে, এ বার নজর দিল্লি হাই কোর্টের শুনানিতে

শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪০
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি।

Advertisement

এ দিকে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর এ বার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জামিনের আর্জিতে দিল্লি হাই কোর্ট ইডি-র বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে।

গরু পাচার মামলায় ইডি আসানসোল জেলের মধ্যেই অনুব্রতকে গ্রেফতারের পরে রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে দিল্লিতে হাজির করানোর পরোয়ানা জারি করেছিল। যাতে ইডি বীরভূমের এই তৃণমূল নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। ওই পরোয়ানার বিরুদ্ধে এবং রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আগেই অনুব্রত দিল্লি হাই কোর্টে মামলা করেছেন। ইডি তাঁকে গ্রেফতারের পরে কারণ জানিয়ে কোনও নথি দেয়নি বলে অভিযোগ জানিয়েও মামলা করা হয়েছে। সব মিলিয়ে চারটি মামলাতেই আজ ইডি-র বক্তব্য জানতে চেয়ে দিল্লি হাই কোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানি নোটিস জারি করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। তার মধ্যেই অনুব্রতের জেল হেফাজতের মেয়াদ ১৪ দিন বাড়ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement