কু-কথার সংস্কৃতি বজায় রেখে ফের বিরোধীদের বিঁধলেন অনুব্রত মণ্ডল!
বীরভূম জেলা তৃণমূল সভাপতি রবিবার মহম্মদবাজারে ভরা দলীয় সভায় ছাপার অযোগ্য ভাষায় অনুব্রত গালাগালি করেন সিপিএমকে। তিনি বলেন, ‘‘... দল সিপিএমকে একটাও ভোট দেবেন না।’’ অনুব্রত যখন এই গালি দিচ্ছেন, তখন মঞ্চে বসে পুরমন্ত্রী তথা বীরভূমের দলীয় পর্যবেক্ষক ফিরহাদ হাকিম এবং জেলার আরও দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিংহ। এক সপ্তাহ আগেই বর্ধমানের আউশগ্রামের এক সভায় সিপিএম কর্মীদের বুকে তির বিঁধে দেওয়ার হুমকি দিয়েছিলেন অনুব্রত।
গত ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল মহম্মদবাজার। সিপিএমের দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। তৃণমূলের লোকজনের হাতে বেধড়ক মার খান সাঁইথিয়ার বিধায়ক ধীরেন বাগদি-সহ সিপিএমের বহু নেতা-কর্মী। তার প্রতিবাদে ৪ সেপ্টেম্বর মহম্মদবাজারের পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধিক্কার সভা করে বামফ্রন্ট। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তৃণমূলকে উৎখাতের ডাক দেন। এ দিন একই মাঠে পাল্টা সভা করে তৃণমূল। ফিরহাদ বলেন, ‘‘সূর্যকান্তবাবুরা বীরভূমে এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। জেনে রাখুন, মানুষ আপনাদের কথায় সায় দেবে না, বাংলার মানুষ তাপসী মালিক, নেতাইয়ের গুলি, সিঙ্গুর, নন্দীগ্রামে হার্মাদদের অত্যাচার ভুলে যাবে না।’’
অনুব্রতর কুকথা প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, ‘‘এটাই ওদের সংস্কৃতি। আগেও উনি এমন কথা বলেছেন। কুরুচিকর এমন কথা নিয়ে মন্তব্য করতে রুচিতে বাধে!’’