অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র ।
১০টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের কনভয় আচমকাই থমকে যায় শক্তিগড়ের বিখ্যাত মিষ্টি ল্যাংচার একটি দোকানে। সূত্রের খবর, আদালতে যাওয়ার পথে এই রেস্তরাঁতেই প্রাতঃরাশ করেছেন কেষ্ট। জলখাবারের মেনুতে ছিল মুড়ি সঙ্গে চা-ও। তবে তার সঙ্গে তিনি শক্তিগড়ের বিখ্যাত মিষ্টি ল্যাংচা খেয়েছেন কি না তা জানা যায়নি।
আদালতে পৌঁছলেন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক। আদালতকক্ষের ভিতরে অনুব্রত এবং আইনজীবী ছাড়া আর কাউতে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলেই সূত্রের খবর। ২০ অগস্ট বিশেষ আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়া নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্যের আইনমহল।
আসানসোলের কোর্ট মোড় থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায়। কারণ না বললে কাউকেই ব্যারিকেড টপকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গরুপাচার-কাণ্ডে ধৃত অনুব্রতের ১৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ায় সকালেই তাঁকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা হয় সিবিআই।