Anubrata Mandal

Anubrata Mandal: আড়াই লক্ষ ভোটে জিতব,  আসানসোলের দায়িত্ব নিয়ে বললেন অনুব্রত

বৈঠকের পর দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনুব্রত বলেন, ‘‘আসানসোলের খেলাটা ভাল জমবে এ বার। ভাল খেলা হবে এখানে। দু’লক্ষ ৫০ হাজার ভোটে জিতব আমরা। ২০১৬ ও ২০২১-এ যা বলেছিলাম, তা-ই হয়েছে। এ বারও তাই হবে। আড়াই লক্ষ ভোটে জিতব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ২৩:০৭
Share:

অনুব্রত মণ্ডল।

আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা আড়াই লাখ ভোটে জিতবেন। সোমবার শিল্প শহরের সমস্ত কাউন্সিলর, ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisement

লোকসভা উপনির্বাচনকে নজরে রেখে সর্বভারতীয় তৃণমূলের সম্পাদকমণ্ডলীর সদস্য অনুব্রতকে আসানসোলের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্ব। রবিবার রাতেই আসানসোলে পা রেখেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন। আর ওই রাতেই শহরের বিধায়কদের নিয়ে বৈঠক করেন অনুব্রত। এর পর সোমবারও উত্তর আসানসোলের কল্যাণপুর হাউসিং শুভম ম্যারেজ হলে আসানসোলের কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, ব্লক সভাপতিদের সঙ্গে কথা বললেন তিনি।

বৈঠকের পর দলীয় কর্মীদের চাঙ্গা করতে অনুব্রত বলেন, ‘‘আসানসোলের খেলাটা ভাল জমবে এ বার। ভাল খেলা হবে এখানে। দু’লক্ষ ৫০ হাজার ভোটে জিতব আমরা। ২০১৬ ও ২০২১-এ যা বলেছিলাম, তা-ই হয়েছে। এ বারও তাই হবে। আড়াই লক্ষ ভোটে জিতব।’’

Advertisement

অনুব্রতের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘আসানসোলে কী ফল হবে, তা অনুব্রত মণ্ডল জানবেন কী করে? উনি তো তখন জেলে থাকবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement