অনুব্রত মণ্ডল। —ফাইল চিত্র।
গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুললেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (কেষ্ট)। পাশাপাশি, জামিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্যও আর্জি জানান তিনি।
বৃহস্পতিবার বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে ভার্চুয়াল ব্যবস্থায় বর্তমানে তিহাড় জেলে বন্দি অনুব্রতকে হাজির করানো হয়। অনুব্রতের প্রশ্ন, তাঁর মামলাটি দিল্লিতে কেন স্থানান্তর করা হবে। তিনি বাংলার লোক। তাঁর সব কিছুই বাংলায়। এমনকি, মামলার সাক্ষীরাও সবাই বাংলারই।
যদিও বিচারক চক্রবর্তীর মন্তব্য, মামলা স্থানান্তরের বিষয়ে ইডি আবেদন করেছে। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী ১৯ তারিখ এ বিষয়ে শুনানি আছে। পাশাপাশি, জামিন ও অ্যাকাউন্ট চালু করার জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করার নির্দেশ দেন বিচারক। বিচারক আগামী ১২ সেপ্টেম্বর ফের অনুব্রতের মামলার শুনানির নির্দেশ দিয়েছেন।