State News

এনপিআর-বিরোধী পদযাত্রা ভাঙড় থেকে

রবিবার ভাঙড়ের ঘটকপুকুর মোড় থেকে ফের শুরু হচ্ছে এনপিআর-বিরোধী পদযাত্রা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১৩:৪৬
Share:

প্রতীকী ছবি।

প্রথম দিন ক্যানিংয়ে বাধা পাওয়ার পরে আজ, রবিবার ভাঙড়ের ঘটকপুকুর মোড় থেকে ফের শুরু হচ্ছে এনপিআর-বিরোধী পদযাত্রা। ভাঙড় থানা অবশ্য পদযাত্রার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, আবার না দেওয়ার কারণও জানায়নি। গ্রাম থেকে শহর পদযাত্রার উদ্যোক্তা নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চের তরফে গোটা বিষয়টি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দেওয়া হয়েছে। কেন পুলিশের কাছ থেকে অনুমতি মিলছে না, তার কারণও জানতে চেয়েছেন উদ্যোক্তারা। যুক্ত মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসুর দাবি, ‘‘জীবনতলায় স্থানীয় বিধায়ক ইচ্ছাকৃত ভাবেই আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর হুমকি দিয়ে আমাদের পদযাত্রা আটকেছেন। শাসক দলের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। দিল্লির হিংসায় হাত রাঙিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে সিএএ-র পক্ষে বিজপির কর্মসূচি করার অনুমতি পেলে এনপিআর-বিরোধী পদযাত্রা কেন অনুমতি পাবে না? জবাব প্রশাসনকে দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement