Anis Khan Death Mystery

Anis Khan Death Mystery: খুন হননি আনিস খান! রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট পরিবার জানাল, ‘রিপোর্ট ভুল’

আনিস মৃত্যু মামলায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিল পরিবার। সিবিআই তদন্তও দাবি করেছিল তারা। বদলে রাজ্য পুলিশের বিশেষ দল তদন্ত করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১২:২৭
Share:

ফাইল চিত্র।

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ‘ভুল’ বলে জানাল আনিসের পরিবার। কলকাতা হাই কোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, ‘‘রাজ্য এটাকে ‘খুন’ বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে।’’

গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁরা আনিসের খোঁজে বাড়ির তিন তলাতেও যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল পরিবার। সিবিআই তদন্তও দাবি করা হয় পরিবারের তরফে। যদিও আদালত রাজ্য পুলিশকেই ঘটনাটির তদন্তভার দেয়। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যু মামলার তদন্ত শুরু করে। যার রিপোর্ট সম্প্রতি আদালতে জমা দেওয়া হয়েছে। আর তা নিয়েই আপত্তি তুলেছে আনিসের পরিবার। জানিয়েছে, এই রিপোর্টে ভুল আছে।

আনিসের পরিবারের অভিযোগের জবাবে বিচারপতি রাজাশেখর মান্থা আনিসের পরিবারকে নির্দেশ দিয়েছেন, তাঁদের আপত্তির কথা হলফনামা দিয়ে আদালতকে জানাতে। বিচারপতি বলেন, এক সপ্তাহের মধ্যেই ওই হলফনামা দিতে হবে। রাজ্যের রিপোর্টে কোথায় কোথায় আপত্তি রয়েছে, তা তাঁরা হলফনামায় উল্লেখ করবেন। এই মামলায় ১৯ এপ্রিল হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য। মামলার পরবর্তী শুনানি ১২ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement