আনিসের দাদার অভিযোগ, তাঁদের উপর হামলা হতে পারে। ফাইল চিত্র।
আনিস খান মৃত্যু-মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে পরিবার। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের রায়ের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি আরও জোরালো করলেন হাওড়ার মৃত ছাত্রনেতার বাবা ও দাদা। তাঁরা জানালেন, সিটে কোনও রকম আস্থা নেই। অনেক সময় গিয়েছে। এ বার তথ্যপ্রমাণ লোপাট করতে পারে পুলিশ! তাই হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার আদালতের রায়ের পর আনিসের দাদা সাবির খানের মন্তব্য, ‘‘ভুয়ো তদন্ত তো করেইছে সিট। ওরা তো বলেনি, গত দু’বছর ধরে আনিসের কী ঝামেলা চলছিল! তার রিপোর্ট কেন নেই? আনিসকে খুনের হুমকি দিয়েছিল, সেই রিপোর্টই বা কোথায়?’’
এখানেই থামেননি সাবির। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘‘শাসক দলের চাপে ঘরছাড়া থাকত আনিস। খুনের হুমকি পেত। তার পর মেরেও দিল...। আর কী তদন্ত করবে!’’ গত চার মাসে সিটের তদন্তের কোনও অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি। বলেন, ‘‘আনিস যখন পুলিশি নিরাপত্তা চেয়েছিল, দেয়নি। এ বার আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা নেই। এ বার হয়তো আমাদের উপর আক্রমণ হবে!’’ সাবিরের সংযোজন, ‘‘এদের (রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল) দ্বারা হবে না। সিবিআই ছাড়া তদন্ত হবে না।’’
উল্লেখ্য, আনিস মামলার তদন্তকারী দলের ভূমিকা নিয়ে আদালতও প্রশ্ন তুলেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের উপরই আস্থা রেখেছে বিচারপতি মান্থার একক বেঞ্চ। তার পরই ডিভিশন বেঞ্চে যাওয়ার তোড়জোড় শুরু করেছে আনিসের পরিবার।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।