অগ্নিবীররা গ্রুপ সি পোস্টে কিংবা হরিয়ানা পুলিশে চাকরি পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফাইল চিত্র।
অগ্নিপথ প্রকল্প নিয়ে চলা বিক্ষোভের প্রেক্ষিতে ‘চুক্তিভিত্তিক’ অগ্নিবীরদের চাকরির ঘোষণা করছে বিজেপি-শাসিত একাধিক রাজ্য। সেখানে এ বার নবতম সংযোজন হরিয়ানা। মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানালেন, কাজের চার বছর পর অগ্নিবীরদের চাকরির সুযোগ দেবে তাঁর সরকার। তাঁর কথায়, ‘‘ভারতীয় সেনা থেকে আসা অগ্নিবীরদের জন্য হরিয়ানায় নিশ্চিত চাকরি থাকছে। হয় তাঁরা সরকারের কোনও ‘গ্রুপ সি’ পোস্টে কাজ পাবেন, নয় তো থাকবে হরিয়ানা পুলিশে যোগ দেওয়ার সুযোগ। এই চাকরি নিশ্চিত।’’
হরিয়ানার মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘‘আমার রাজ্যের যুবকদের মধ্যে দেশের সেবা করার সদিচ্ছা বিশাল। এ কারণেই দেশের সবচেয়ে বেশি সেনা হরিয়ানা রাজ্যের।’’
রাজ্যে রাজ্যে বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই সোমবার অগ্নিপথ প্রকল্পের নিয়োগসূচি ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। অন্য দিকে, অবসরের পর অগ্নিবীরদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসমের মতো বিজেপি-শাসিত রাজ্য। অগ্নিবীরদের চাকরির সুযোগ দেওয়ার কথা বলেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।