‘জাস্টিস ফর আনিস’ এই স্লোগান তুলেই বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করলেন আনিসের পরিজন এবং পাড়া-প্রতিবেশীরা। বিক্ষোভকারীদের মিছিল থানার সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা থানার ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।
পরিস্থিতি একটু শান্ত হলেই আনিসের বাবা, দাদা এবং ফুরফুরা শরিফের পীরজাদা থানার ভিতরে যান। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি, আমতা থানার ওসি এবং এই ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেফতার করতে হবে। যদি না হয় তা হলে পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন। আনিসের বাবা তাঁর পরিবারের নিরাপত্তার দাবি জানানোর পাশাপাশি আনিসের হত্যার সুবিচার চেয়েছেন।