Suicide

ছাদ থেকে ‘ঝাঁপ’, মৃত্যু বৃদ্ধের

বুধবার রাতে, বরাহনগরের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধের নাম শিবলাল যাদব (৮০)। দীর্ঘ দিন ধরে তিনি বরাহনগরের শরৎচন্দ্র ধর রোডে নিজেদের তেতলা বাড়িতে ছেলের সঙ্গে থাকতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ০৯:৩০
Share:
মৃতের নাম শিবলাল যাদব।

মৃতের নাম শিবলাল যাদব। —প্রতীকী চিত্র।

আচমকা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দে হকচকিয়ে গিয়েছিলেন প্রতিবেশীরা। বাইরে এসে তাঁরা দেখেন, তেতলা বাড়ির সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক বৃদ্ধ। তিনি ওই বাড়িরই বাসিন্দা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

Advertisement

বুধবার রাতে, বরাহনগরের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ওই বৃদ্ধের নাম শিবলাল যাদব (৮০)। দীর্ঘ দিন ধরে তিনি বরাহনগরের শরৎচন্দ্র ধর রোডে নিজেদের তেতলা বাড়িতে ছেলের সঙ্গে থাকতেন। স্থানীয়েরা জানাচ্ছেন, রাত ৮টা নাগাদ বিকট আওয়াজ শুনে তাঁরা বেরিয়ে এসে শিবলালকে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বাড়ির ছাদ থেকে বৃদ্ধ কী ভাবে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশও। স্থানীয়েরাও বুঝে উঠতে পারছেন না, কী ভাবে এই ঘটনা ঘটল। এক বাসিন্দা কার্তিক সামন্ত বলেন, ‘‘এত জোরে কী পড়ল, প্রথমে বুঝতে পারিনি। পরে বেরিয়ে এসে দেখি, রাস্তায় রক্ত পড়ে রয়েছে। শুনলাম, ওই বৃদ্ধ ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন।’’

তবে কয়েক জন বাসিন্দার অভিযোগ, বৃদ্ধের পরিবারে প্রায়ই অশান্তি হত। তার জেরেই শিবলাল ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। যদিও পুলিশের কাছে এ বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement