Tathagata Roy

Tathagata Roy: বিজেপি নেতাদের উদ্দেশে টুইট, তথাগতর বিরুদ্ধে এফআইআর দায়ের থানায়

সায়নের অভিযোগ, ‘‘টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন এই বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২১:০৯
Share:

বিজেপি নেতা তথাগত রায়। ফাইল চিত্র

নারী পাচার ও আর্থিক তছরুপের অভিযোগ তুলে এফআইআর দায়ের হল বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, টিভি ও সামাজিক মাধ্যমে তথাগত বলেছেন, এই বিধানসভা নির্বাচনে নারী ও অর্থের আদানপ্রদান হয়েছে। তাঁর কাছে সেই তথ্যও রয়েছে। সায়নের কথায়, ‘‘এটি একটি গুরুতর বিষয়। তা নিয়েই থানায় অভিযোগ করেছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।’’

Advertisement

বিধানসভা ভোটে বিজেপি-র পরাজয়ের পর থেকেই দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন তথাগত। তাঁর নিশানায় বার বার এসেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়েরা। সোমবারও তার অন্যথা হয়নি। নাম না করেই টুইটে তথাগত লেখেন, ‘৩ থেকে ৭৭ (এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা— এঁরা দু’জনে নেতৃত্ব দিন। পুরনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।’ এই টুইট তুলে ধরেই মামলা করেন সায়ন। তাঁর কথায়, ‘‘এঁরা নারীর দেহকে পণ্যে পরিণত করেছে। সে জন্য আদানপ্রদানের কথা বলছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই মন্তব্যের মধ্য দিয়ে একদিকে নারী পাচার আর অন্য দিকে অর্থ লেনদেনের কথা বলা হচ্ছে। তাই এটার যথাযথ তদন্ত হওয়া উচিত।’’

Advertisement

তথাগতকে ডেকে জেরা করার দাবিও জানিয়েছেন সায়ন। তাঁর দাবি, ‘‘তথাগত বলছেন, তাঁর কাছে অনেক তথ্যপ্রমাণ রয়েছে। ফলে গোটা বিষয়টি কী? তার সত্যতাই বা কী? সাধারণের মানুষের তা জানা দরকার। কারণ, এর পিছনে বড় কোনও চক্র থাকতে পারে। আমি তাই চাই, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement