Teacher

Teacher: ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল হাই কোর্ট, ২৪ ঘণ্টার মধ্যে চাকরি পেলেন রায়গঞ্জের শিক্ষিকা

আদালত স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ও প্রাক্তন টিচার ইনচার্জকে তলব করেছিল। তাঁরা নিশ্চিত করেছেন, আদালতের এই নির্দেশ দ্রুত কার্যকর করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১৯:৩৯
Share:

হাই কোর্টের নির্দেশের পর চাকরি পেলেন সংযুক্তা রায়। নিজস্ব চিত্র।

৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। দরকার পড়ল না। কলকাতা হাই কোর্টের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চাকরি পেলেন ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংযুক্তা রায়। মঙ্গলবার তাঁকে শিক্ষিকা হিসাবে নিয়োগপত্র দিয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুল। সংযুক্তা জানান, নিয়োগ পদ্ধতি শুরু করেছে স্কুল। বকেয়া এক বছরের বেতন দেওয়া হবে বলেও তারা জানিয়েছে।

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, শিক্ষিকা হিসাবে সংযুক্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ করার ব্যাপারে উদ্যোগী হতে হবে স্কুলকে। নিয়োগ আটকে থাকার কারণে ১৩ মাস ধরে তাঁকে যে বেতন দেওয়া হয়নি, তা-ও প্রদান করতে হবে। সোমবার আদালত ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এবং প্রাক্তন টিচার ইনচার্জকে তলব করেছিল। তাঁরা নিশ্চিত করেছেন আদালতের এই নির্দেশ দ্রুত কার্যকর করা হবে। মঙ্গলবার রায়গঞ্জ থেকে আনন্দবাজার অনলাইনকে সংযুক্তা বলেন, "আজ আমাকে চাকরিতে যোগ দেওয়ার কথা বলেছে স্কুল। হাতে একটি চিঠি পেয়েছি। খুব ভাল লাগছে।"

Advertisement

উত্তর দিনাজপুরের টুটিকাটা হারমা আদিবাসী জুনিয়র গার্লস স্কুলে চাকরি করতেন রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা। ২০২০ সালের ২২ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) করোনেশন স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে তাঁর নাম সুপারিশ করে। সেই মতো ওই নিয়োগে অনুমতি দেন জেলা স্কুল পরিদর্শক। কিন্তু বাধ সাধেন করোনেশন স্কুলের তৎকালীন টিচার ইনচার্জ স্বপন চক্রবর্তী এবং বর্তমান প্রধান শিক্ষক কালীচরণ সাহা। অবশেষে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement