কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।
বিধানসভা ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ এবং ৬ নভেম্বর রাজ্যে দলীয় বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপির মেদিনীপুর ও রাঢ়বঙ্গ জোনের ৫ তারিখ এবং কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে ৬ তারিখ তাঁর বৈঠক করার কথা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, ৬ এবং ৭ নভেম্বর বর্ধমান এবং মেদিনীপুরে যথাক্রমে রাঢ়বঙ্গ এবং মোদিনীপুর জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপবাবুদের জানানো হয়, নড্ডার সফর বাতিল। আসবেন শাহ। বৈঠকের তালিকায় যুক্ত হবে কলকাতা এবং নবদ্বীপ জোনও।
শাহের অবশ্য সাংগঠনিক প্রস্তুতি দেখতে পুজোর আগেই উত্তরবঙ্গে আসার কথা ছিল। তখন ঠিক ছিল, পুজোর পরে নড্ডা রাজ্যে আসবেন। কিন্তু শাহ পুজোর আগে আসেননি। নড্ডা গত ১৯ অক্টোবর শিলিগুড়িতে উত্তরবঙ্গ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তাৎপর্যপূর্ণ হল, শাহ এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেও নড্ডার আগে তিনিই ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই সময় থেকেই পশ্চিমবঙ্গ বিজেপির বিষয়ে তাঁর বিশেষ নজর ছিল। রাজ্যে দলের সংগঠন সাজানো এবং রাজনৈতিক উত্থানে তাঁর হাতযশ আছে বলে বিজেপি নেতারা মনে করেন। রাজ্যে আগামী বিধানসভা ভোটেও দলের সাফল্য নিশ্চিত করতে শাহ যে সক্রিয় হবেন, এই সফরই তার ইঙ্গিত বলে বিজেপি নেতাদের অভিমত।
আরও পড়ুন: গেরুয়া কার্ডে বিজয়া সম্মিলনীর আমন্ত্রণ, সঙ্গে রাজস্থানি পাগড়ি মাথায় শুভেন্দুর ছবি
আরও পড়ুন: মোড় ঘোরাতে পারে বিহার, আশা ইয়েচুরিদের