এনআইএ-অমিত বৈঠকে গুরুত্ব অনুপ্রবেশ থেকে জঙ্গি প্রসঙ্গ

সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভিডিয়ো বৈঠকে ছিলেন অমিত। দুই অফিসার নিউটাউনের হোটলে নথিপত্র নিয়ে পৌঁছন। সংক্ষিপ্ত এই বৈঠকে এ রাজ্যের নিরাপত্তা যথেষ্টই গুরুত্ব দিয়েছেন অমিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১২:৫২
Share:

এনআইএ-র সঙ্গে বৈঠক করলেন অমিত

মেদিনীপুরের সভায় যোগ দেওয়ার আগে শনিবার সকালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Advertisement

অনুপ্রবেশ, রাজ্যে জঙ্গি কার্যকলাপ-সহ নানা বিষয়ে ভিডিয়ো বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এ বিষয়ে দ্রুত রিপোর্টও তলব করেছেন তিনি। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় সীমান্তে এখনও কাঁটাতার নেই। এই সব অংশ দিয়ে অনুপ্রবেশ নিয়ে সরব হন বিরোধী রাজনৈতিক দলগুলি। রোহিঙ্গা ইস্যুতেও অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। সে সব বিষয়ে এনআইএ-র তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হতে পার। যদিও অমিত সফরে এই বৈঠক হওয়ার কথা ছিল না। এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানোও হয়নি।

সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভিডিয়ো বৈঠকে ছিলেন অমিত। দুই অফিসার নিউটাউনের হোটলে নথিপত্র নিয়ে পৌঁছন। সংক্ষিপ্ত এই বৈঠকে এ রাজ্যের নিরাপত্তা যথেষ্টই গুরুত্ব দিয়েছেন অমিত।

Advertisement

আরও পড়ুন: অমিত সভায় বক্তৃতা করবেন মুকুল, দিলীপ এবং ‘শ্রী…’

সম্প্রতি এ রাজ্য থেকে বেশ কয়েকজন জেএমবি এবং ইসলামিক স্টেট-এর মতো জঙ্গি সংগঠনের ভাবধারায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছে। রাজ্য পুলিশ এবং কলকাতার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর জালেও পড়েছে বেশ কয়েকজন। খাগড়াগড়-কাণ্ড সামনে আসার পর থেকেই এনআইএ কড়া নজরদারি রয়েছে এ রাজ্যের উপরে। সামনেই বিধানসভা ভোট। এই সময় যাতে কোনও অপ্রিতিকর ঘটনা না ঘটে, সে দিকে আরও নজরদারি বাড়িয়েছে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।

আরও পড়ুন: বিবেকানন্দের পৈতৃক বাড়িতে অমিত, মুখে ‘ভারতমাতা’র প্রসঙ্গ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement