Chandrima Bhattacharya

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ‘ব্যর্থ’ অমিত, রিপোর্ট কার্ড প্রকাশ করে জানাল তৃণমূল

সিআরপিএফ জওয়ানদের জন্য বরাদ্দ রেশনে ৮০০ কোটি টাকা ঘাটতির অভিযোগ তুলেও অমিতকে নিশানা করেন চন্দ্রিমা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ২১:২৭
Share:

চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ কতটা ‘ব্যর্থ’ তার রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অমিতের রিপোর্ট কার্ড প্রকাশ করেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ চূড়ান্ত ব্যর্থ। তাঁর আমলে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। দেশজুড়ে অশান্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

চন্দ্রিমা দাবি করেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর অমিতের আমলে অসাংবিধানিক ভাবে জম্মু ও কাশ্মীরে আট মাসের বেশি সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন পাশের ফলে বহু মানুষকে বন্দি শিবিরে (ডিটেনশন ক্যাম্প) কাটাতে হয়েছে। সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও দিশা নেই। অমিতের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশের হাতে জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা আক্রান্ত হন। দিল্লি হিংসায় প্রাণ যায় শতাধিক মানুষের। এইসব ঘটনার পরও হাত গুটিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তিনি এখন পশ্চিমবঙ্গে এসে বলছেন সোনার বাংলা তৈরি করব। এটা মানুষ বিশ্বাস করবে না।’’

সিআরপিএফ জওয়ানদের জন্য বরাদ্দ রেশনে ৮০০ কোটি টাকা ঘাটতির অভিযোগ তুলেও অমিতকে নিশানা করেন চন্দ্রিমা। কৃষক বিদ্রোহ নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা তুলে ধরেন তিনি। চন্দ্রিমার বক্তব্য, ‘‘সিঙ্ঘু সীমান্তে ঠান্ডার মধ্যে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন অথচ নজর নেই কেন্দ্রীয় মন্ত্রীর। উল্টে কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠি চালায় তাঁর অধীনে থাকা পুলিশ।’’ কৃষক বিদ্রোহ নিয়ে সাংবাদিকদের সঠিক খবর প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement