State News

অমিতকে কালো পতাকা, শহরে বাম-কংগ্রেসের বিক্ষোভ

শহিদ মিনারের জনসভার ছাড়াও বিভিন্ন কর্মসূচি রয়েছে অমিত শাহের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ১০:২৮
Share:

রাজারহাটে এনএসজি-র অনুষ্ঠানে অমিত শাহ। ছবি: সংগৃহীত।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনের আবহে আজ, রবিবার কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন দুপুরে শহিদ মিনারের সামনে এক জনসভায় সিএএ-র সমর্থনে মুুখ খোলেন তিনি। সেই সঙ্গে ক্ষমতায় এলে রাজ্যকে সোনার বাংলা গড়ে তুলবেন বলেও আশ্বাস দেন অমিত শাহ।

Advertisement

এ দিন সকালে রাজারহাটে এনএসজি-র একটি অনুষ্ঠানের পর শহিদ মিনারের জনসভার যান অমিত শাহ। এর পর বিকেলে কালীঘাটের মন্দিরে গিয়ে প্রতিমা দর্শনও করেন তিনি।

দেখে নিন শহিদ মিনারের জনসভার ছবি, সরাসরি:

Advertisement

কলকাতায় এসে দুপুর সাড়ে ১২টার শহিদ মিনারের জনসভা ছাড়াও দিনভর অবশ্য বিভিন্ন কর্মসূচি রয়েছে অমিত শাহের। কলকাতা বিমানবন্দর থেকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত রাজারহাটে এনএসজি-র একটি অনুষ্ঠানে যোগ দেন। সেই সভার পর বিকেলে কালীঘাট মন্দিরেও যান। এর পর সন্ধ্যায় দলীয় বৈঠকেও যোগদানের কথা রয়েছে তাঁর। অমিতের কলকাতা সফরের আগে থেকে এর সক্রিয় বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব। সেই অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যায়। অমিত শাহকে কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলেন বাম-কংগ্রেস কর্মী-সমর্থকেরা। পাশাপাশি বেশ কিছু ছাত্র সংগঠন ও পড়ুয়ারা সেই বিক্ষোভে শামিল হন।

রাজারহাটে এনএসজি-র অনুষ্ঠানে কী বললেন অমিত শাহ? এক নজরে:

• আমেরিকা ও ইজরায়েলের পর সন্ত্রাসবাদীদের নজরে ভারতও।

• সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীরা কৌশল বদল করেছে।

• দেশের সুরক্ষায় এনএসজি অভূতপূর্ব কাজ করছে।

• নরেন্দ্র মোদীর আমলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে।

• এই সরকারের আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে।

রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধনে অমিত শাহ। ছবি: সংগৃহীত।

• জঙ্গি মোকাবিলায় এনএসজি বিশ্বের থেকে দু’কদম এগিয়ে।

• রাজারহাটে তিনি বলেন, “বিশ্বে দেশকে এগিয়ে রাখতে চায় সরকার।”

• রাজারহাটে এনএসজি ভবনের উদ্বোধনের পর অমিত শাহ ভাষণ দেন।

• বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে স্বাগত নন।”

বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য, “বামেদের সঙ্গে নেই মানুষ।”

পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট, সন্তোষপুর থেকে এন্টালি, কৈখালি থেকে শ্যামবাজার— অমিত শাহের সফর ঘিরে বিক্ষোভ বাম-কংগ্রেসের। অমিত শাহকে কালো পতাকা ও ‘গো ব্যাক’ স্লোগান।

আরও পড়ুন: ‘ওরা এসে থাকবে কোথায়, কিছু তো রাখেনি’

আরও পড়ুন: সিএএ প্রতিবাদে ভীত যৌন সংখ্যালঘুরা

• অমিত শাহের সফর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকেরা।

• কলকাতা বিমানবন্দরে নেমে রাজারহাটে নতুন এনএসজি ভবনের উদ্বোধন করেন অমিত শাহ।

কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উত্তর-পূর্ব দিল্লি জুড়ে সাম্প্রতিক হিংসার ঘটনায় দলীয় নেতাদের উস্কানিমূলক মন্তব্য ও পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের নিশানায় নরেন্দ্র মোদী সরকার। নিশানায় রয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকও। এই আবহে সিএএ নিয়ে কী যুক্তি দেন, বা ব্যাখ্যা করেন অমিত, সে দিকেই নজর ছিল রাজনৈতিক শিবিরের।

সংসদে সিএএ পাশ হওয়ার পরে এই প্রথম কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে ২০১৯ –এর অক্টোবরের গোড়ায় কলকাতায় সভা করেছিলেন তিনি। নেতাজি ইন্ডোরের সেই অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়ার এবং শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে জোর সওয়াল করেছিলেন অমিত। তবে সিএএ নিয়ে দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও বিক্ষোভ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পথে নেমে বিক্ষোভ-মিছিল করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তবে এই বিরোধিতার আবহেই রাজ্য বিজেপির বক্তব্য, সিএএ পাশ করানোর জন্য অমিত শাহকে অভিনন্দন জানানোর সভা করা হবে শহিদ মিনারে। সভার ক্যাচলাইন ‘আর নয় অন্যায়’। অমিত শাহের সভা থেকে বাংলায় ‘অন্যায়মুক্তি’ অভিযান শুরু— এমনটাই বলছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement