কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ছবি পিটিআই।
আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বিজেপির রাজ্য নেতা এবং জনপ্রতিনিধিদের ‘ছুটি’ বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সূচনা অবশ্য হবে পুরভোটের আগেই।
কলকাতায় শহিদ মিনার ময়দানে রবিবার জনসভা-সহ অন্যান্য কর্মসূচির পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিউ টাউনের একটি হোটেলে দলীয় বৈঠক করেন শাহ। দলীয় সূত্রের খবর, সেই বৈঠকে সাংসদ, বিধায়ক, রাজ্য় পদাধিকারী, জেলার সভাপতি ও পর্যবেক্ষক— সকলকেই তিনি বলেছেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সাত দিন ২৪ ঘণ্টা জরুরি ভিত্তিতে দলের কাজ করতে হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষও ওই বৈঠকে ছিলেন। ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে সরাসরি ওই বৈঠকে আসেন নড্ডা। দলীয় সূত্রের খবর, সেই উদাহরণ দিয়ে শাহ বলেন, নড্ডা যদি এটা পেরে থাকেন, তা হলে এ রাজ্যের নেতারা পারবেন না কেন?
রাজ্য নেতাদের ‘মনোবল’ বাড়াতে শাহ জোর দিয়ে বলে যান, আগামী বিধানসভা ভোটে বিজেপিই জিতবে। যদিও নেতারা পথে না নেমে শুধু সারদা, নারদ-কাণ্ডের তদন্তের ভরসায় থাকলে যে কাজ হবে না, সে কথাও বলেন তিনি।
শাহ, নড্ডারা রবিবার মাঝরাতে কলকাতা ছাড়ার পরেই সোমবার জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন রাজ্য নেতৃত্ব। ছিলেন কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননও। সেখানে বলা হয়, পুরভোটে হিংসাত্মক আক্রমণ এলেও মাঝপথে লড়াই ছেড়ে চলে আসা যাবে না। মারের মুখে দাঁড়াতে পারেন, এমন কর্মীদের বুথে বসাতে হবে। দলীয় কর্মী নন, কিন্তু ওয়ার্ডে প্রভাবশালী, এমন ব্যক্তিদেরও প্রার্থী করতে হবে।