Amit Shah-JP Nadda

শাহ-নড্ডা সোমবার রাতে শহরে, বৈঠক মঙ্গলবার

রাজ্য বিজেপির শীর্ষ নেতা, পর্যবেক্ষকদের সঙ্গে আবার এক প্রস্ত বৈঠক সারতে পারেন বিজেপির দুই সর্বভারতীয় শীর্ষ নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:০৮
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে পি নড্ডা। —ফাইল চিত্র।

সব কিছু ঠিক থাকলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে। আলিপুরে কাল, মঙ্গলবারের ওই বৈঠক থেকেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির দিশা ঠিক হতে পারে। সূত্রের খবর, আজ, সোমবার রাতে কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, গুরু গোবিন্দ সিংহের পুত্রদের ‘বীরাগাথা’ উদযাপন করতে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ পালন করা হবে। সেই উদযাপনের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহ ও নড্ডার। তবে বিজেপির সর্বোচ্চ স্তরের দুই নেতার বঙ্গ সফরের মূল লক্ষ্য তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।

Advertisement

বিজেপি সূত্রের খবর, সোমবার বেশি রাতে একই বিমানে কলকাতায় নামার কথা শাহ ও নড্ডার। এর পরে তাঁদের যাওয়ার কথা নিউ টাউনের একটি হোটেলে। সেখানে মধ্য রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত বৈঠক সারতে পারেন শাহ-নড্ডা। রীতি অনুযায়ী, দলের রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাই বিজেপির শীর্ষ নেতাদের স্বাগত জানাতে যান। সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য বিমানবন্দরে থাকার কথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পরের দিন গুরুদ্বারে ‘বীর বাল দিবসে’র কর্মসূচি সেরে শাহদের কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার পরিকল্পনা আছে। সেখান থেকে তাঁদের পরবর্তী গন্তব্য হতে পারে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন। বিজেপির একটি সূত্রের দাবি, রাজ্য নেতা, মোর্চার পদাধিকারী ছাড়াও এমন কিছু ব্যক্তিকে বৈঠকে ডাকা হতে পারে, যাঁদের কাউকে কাউকে আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। সেই সূত্রেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। ভাষা ভবনের ওই বৈঠকের পরে নড্ডাদের ফিরে যাওয়ার কথা নিউ টাউনের হোটেলে। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতা, পর্যবেক্ষকদের সঙ্গে আবার এক প্রস্ত বৈঠক সারতে পারেন বিজেপির দুই সর্বভারতীয় শীর্ষ নেতা। বৈঠক শেষ করে মঙ্গলবার বিকেলেই তাঁদের আবার দিল্লি ফিরে যাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement