Amit Mitra

কেন্দ্রের ব্যয়সঙ্কোচ নিয়ে তোপ অমিত মিত্রের

শুক্রবার আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ ফের দাবি করেছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র আরও পদক্ষেপ করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০২:৪৮
Share:

—ফাইল চিত্র।

মোদী সরকার লকডাউনের ধাক্কা কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকা ঢালার কথা ঘোষণা করলেও সরকারি হিসেবই বলছে, গত অর্থ বছরের তুলনায় কেন্দ্রের খরচ কমেছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র আজ একে মোদী সরকারের ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দিয়ে জানান, কেন্দ্রের সিজিএ (কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস)-এর হিসেব অনুযায়ী, ২০১৯-২০-র এপ্রিল-সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার ১৪.৮৮ লক্ষ কোটি টাকা খরচ করেছিল। ২০২০-২১-এ ওই সময়ে খরচ হয়েছে ১৪.৭৯ কোটি টাকা। অর্থাৎ সরকারি খরচ ০.৬২ শতাংশ কমেছে।

Advertisement

অমিতবাবুর বক্তব্য, “এর পরে গোটা বিশ্বের মধ্যে ভারতের জিডিপি সব থেকে বেশি হারে সঙ্কোচন হওয়ায় অবাক হওয়ার কিছু নেই। মানুষের দুর্গতির শেষ নেই। এ দিকে সরকার বাজার চাঙ্গা করতে কিছুই করছে না।”

শুক্রবার আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ ফের দাবি করেছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র আরও পদক্ষেপ করবে। কিন্তু সরকারি হিসেবই বলছে, পরিকাঠামোয় সরকারের খরচ প্রায় ১২% কমেছে। অন্য দিকে বেতন, পেনশন, সুদের খরচ এক শতাংশ বেড়েছে। ৫৫টি বড় মন্ত্রকের মধ্যে ৪৩টিতেই সরকারি খরচ কাটছাঁট হয়েছে। আগামিকাল বণিকসভা ফিকির সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement