Naushad Siddiqui

Sanyukta Morcha: সংযুক্ত মোর্চায় তরজা, বিমানের কাছে নওসাদ

নওসাদ বিমানবাবুকে বলেছেন, ভোটের সময় থেকে বিভিন্ন দল একতরফা ভাবে তাঁদের বিরুদ্ধে আক্রমণ করে যাচ্ছে। তাঁরা নীরব রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০০:১৮
Share:

নওসাদউদ্দিন সিদ্দিকী। ফাইল চিত্র।

ভোটে ভরাডুবির পরে সংযুক্ত মোর্চার মধ্যে ডামাডোল অব্যাহত। কংগ্রেস এবং বামফ্রন্ট শরিকদের একাংশ ইন্ডিয়ান সেকিউলার ফোর্সের (আইএসএফ) সঙ্গে সংযোগ বিছিন্ন করতে চাইছে, তাদের বিরুদ্ধে বিবৃতিও জারি রেখেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করলেন আইএসএফের চেয়ারম্যান এবং মোর্চার একমাত্র বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকী। তার আগে এ দিন ফের এক প্রস্ত জলঘোলা হয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের ‘হুমকি’তে। সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা আপাতত মিটেছে বলে আগে দাবি করলেও এ দিন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, ‘‘আমরা বামফ্রন্টের শরিক, সংযুক্ত মোর্চার কেউ নই। এর পরেও নানা ভাবে মোর্চাকে রেখে দেওয়ার চেষ্টা হলে আমাদেরও বামফ্রন্টের বাইরে অন্য বিকল্প ভাবতে হবে।’’ তবে সেই ‘বিকল্প’ বামই হবে বলে দাবি করে নরেনবাবু জানিয়ছেন, দলের পরবর্তী রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়ে কথা হবে। অন্য দিকে, নওসাদ বিমানবাবুকে বলেছেন, ভোটের সময় থেকে বিভিন্ন দল একতরফা ভাবে তাঁদের বিরুদ্ধে আক্রমণ করে যাচ্ছে। তাঁরা নীরব রয়েছেন। এমন পরিস্থিতি কত দিন চলবে, বর্ষীয়ান নেতার কাছে তা জানতে চেয়েছেন তরুণ বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement