অ্যাম্বুল্যান্সের দফতরে দাবি পেশ কর্মী সংগঠনের। নিজস্ব চিত্র।
রাজ্যে ১০২ নম্বরে ফোন করে যে অ্যাম্বুল্যান্স পাওয়া যায়, তার চালক ও সহকারীরা সরব হলেন বেতন বাড়ানোর দাবিতে। তাঁদের দাবি, পর্যাপ্ত বেতন তাঁরা পান না। নানা অছিলায় কর্মীদের ছাঁটাইও করে দেওয়া হয়। এই রাজ্যে ওই কাজে যুক্ত হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে ১৫ হাজার টাকা দিতে হয় অথচ অন্য অনেক রাজ্যে নিখরচায় সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করে। রাজ্যে ১০২ অ্যাম্বুল্যান্স কর্মীদের যে অংশ সিটুর সঙ্গে যুক্ত, তাঁরাই সোমবার নিউটাউনের দফতরে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছেন। সিটু নেতা সুদীপ সেনগুপ্ত, কৌস্তুভ চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সোমেশ্বর মাইতি গিয়েছিলেন দাবি জানাতে। তাঁরা জানিয়েছেন, দাবি আদায়ের জন্য চালক ও সহকারীদের নিয়ে প্রয়োজনে ফের তাঁরা অ্যাম্বুল্যান্স কর্তৃপক্ষের কাছে যাবেন।