ইমাম ভাতা বন্ধের অভিযোগ

ঘটা করে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অনেক জায়গায় ইমামদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিনের ভাতা বকেয়া পড়েছে অনেকেরই। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছে বঙ্গীয় ইমাম পরিষদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ০৩:৪১
Share:

ঘটা করে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অনেক জায়গায় ইমামদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিনের ভাতা বকেয়া পড়েছে অনেকেরই। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেছে বঙ্গীয় ইমাম পরিষদ। সংস্থার সাধারণ সম্পাদক রইসউদ্দিন পুরকায়েত অভিযোগ করেন, এমন অনেকে ভাতা পাচ্ছেন, যাঁরা আসলে ইমাম বা মোয়াজ্জিম নন। তাঁর দাবি, ভাতার পরিমাণ বাড়াতে হবে। মেটাতে হবে সব বকেয়া। ভাতা বেহাত হওয়া বন্ধ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement