ফাইল চিত্র।
উচ্চ প্রাথমিক, মাধ্যমিকের পর এ বার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও (প্রাইমারি টেট) দুর্নীতির অভিযোগ উঠল। প্রাথমিক টেট ২০১৪ ফেল করেও চাকরির পাওয়ার অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন সৌমেন নন্দী। আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য শোনার পরে মঙ্গলবার জরুরি মামলার অনুমতি দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
মঙ্গলবার শুনানি-পর্বে আইনজীবী ফিরদৌস অভিযোগ করেন, ২০১৪-র প্রাথমিক টেটে ৮৬ জন ফেল করা পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। এঁদের মধ্যে চন্দন (রঞ্জন) মণ্ডলকে নিয়ম না মেনে নিয়োগ করা হয়েছে বলে আদালতে দাবি করেন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ফিরদৌস আশঙ্কা প্রকাশ করেন, এ ক্ষেত্রে সময় নষ্ট করা হলে প্রাথমিকে নিয়োগের নথি নষ্ট করা হতে পারে। এর পরেই জরুরি ভিত্তিতে মামলার অনুমতি এবং জরুরি শুনানির নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুর আড়াইটেয় মামলার শুনানি হবে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।