Rampurhat Medical College

রোগী-মৃত্যু: নার্সদের নিগ্রহের অভিযোগ

নার্সদের অভিযোগ, রোগিণীর মৃত্যুর পরেই আত্মীয়েরা গালিগালাজ শুরু করেন। মহিলা বিভাগে ঢুকে পুরুষেরা ছবি তুলতে থাকেন, নার্সদের ধাক্কা দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ০৮:৪০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের পর সোমবার রোগী-মৃত্যুর জেরে নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে। তবে, রোগিণীর পরিবার বা নার্স, কোনও তরফ থেকেই সোমবার রাত পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিক (৬৭) নামে এক বৃদ্ধাকে রামপুরহাট মেডিক্যালের মেডিসিন ওয়ার্ডের মহিলা বিভাগে ভর্তি করানো হয়। সোমবার দুপুরে তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ( সিসিইউ) ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। রোগীর পরিজনের অভিযোগ, সেখানে নিয়ে যেতে কর্তব্যরত নার্সেরা দু’ঘণ্টা দেরি করেন। সেই সময়ে ‘বিনা চিকিৎসায়’ ওই রোগিণীর মৃত্যু হয় বলে দাবি।

নার্সদের অভিযোগ, রোগিণীর মৃত্যুর পরেই আত্মীয়েরা গালিগালাজ শুরু করেন। মহিলা বিভাগে ঢুকে পুরুষেরা ছবি তুলতে থাকেন, নার্সদের ধাক্কা দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নার্সদের আরও দাবি, চিকিৎসক সিসিইউ-য়ে স্থানান্তর করতে বলার পরে সেখানে শয্যা ফাঁকা আছে কি না, খোঁজ নেওয়া হয়েছিল। ওই রোগিণীকে সেখানে পাঠানোর ব্যবস্থা চলাকালীন তাঁর মৃত্যু হয়। হাসপাতালের সুপার ও উপাধ্যক্ষ পলাশ দাস বলেন, “নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement